,

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশনে পাকিস্তান

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ  নিশ্চিতে আরো এগিয়ে যেতে অনভিজ্ঞ সফরকারী ওয়েস্ট  ইন্ডিজকে  হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে  ফর্মে থাকা  পাকিস্তান ক্রিকেট দল।  মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম  ওয়ানডে।   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে  ১৩ দলের বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে জায়গা করে নিবে পাকিস্তান। বর্তমানে ১২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ১০মস্থানে আছে পাকিস্তান। সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপ খেলার  যোগ্যতা  অর্জনে  সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ সাত এর মধ্যে থাকতে হবে দলগুলোকে। সদ্য নেদারল্যান্ডসের মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। যার সুবাদে  সুপার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে আছে ক্যারিবীয়রা। তবে বাছাই পর্বে ২৪টি ম্যাচের মধ্যে আরও মাত্র ৬টি ম্যাচ বাকি আছে ওয়েস্ট ইন্ডিজের। মুলতানের ভয়াবহ গরমে বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে সমস্যায় ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের পর সুপার লিগে আরও ৯টি ম্যাচ থাকবে পাকিস্তানের। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে তাদের। আয়োজক ভারত এবং শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের ওয়ানডে বিশ্বকাপ। তাই নবম ও দশম দল হিসেবে বিশ্বকাপে খেলতে হলে সুপার লিগের পয়েন্ট টেবিলে থাকা শেষ পাঁচটি দলকে এ বছরের শেষে বাছাই পর্বে লড়াই করতে হবে। দুই মাস আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে  ২-১ ব্যবধানে সিরিজ জেয়ে  আত্মবিশ্বাসী পাকিস্তান দল।  যার ধারাবাহিকতায়  দলের কাছ থেকে একইরকম পারফরমেন্স আশা করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবর বলেন, ‘প্রতিপক্ষ  চিন্তা না করে একটি দল হিসেবে, একজন অধিনায়ক হিসেবে, হোয়াইটওয়াশের চিন্তা করেই সিরিজে খেলতে  নামেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য একই।  তবে এটা এমন নয়, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিচ্ছি।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের নয়টি ওয়ানডে সিরিজই জিতেছে পাকিস্তান। ক্যারিবিয়দের কাছে ১৯৯১ সালে সর্বশেষ সিরিজ হেরেছিল  পাকিস্তান। দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছাই মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।  সেরাদের  একজন জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে।  পিতৃত্বকালীন ছুটিতে আছেন শিমরন হেটমায়ার। ফিটনেস ইস্যুতে বাদ পড়েন এভিন লুইস। আর গত এপ্রিলে অধিনায়ক থাকাকালীনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কাইরন পোলার্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে সেঞ্চুরি করেন ব্যাটার শাই হোপ, কাইল মায়ার্স এবং শামারহ ব্রুকস। আর বা-হাতি স্পিনার আকিল হোসেন বল হাতে ৮ উইকেট নেন।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই তিন ম্যাচের সিরিজটি ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত  হবার কথা ছিলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার থাবার কারনে ওয়ানডে সিরিজটি দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়। আর সিরিজের সবগুলো ওয়ানডে রাওয়ালপিন্ডিতে হবার কথা ছিলো। কিন্তু ইসলামাবাদে রাজনৈতিক অস্থিরতার কারণে গত সপ্তাহে ভেন্যু পরিবর্তন করে মুলতান নির্ধারন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মুলতানে তীব্রদাহ চলছে, তাপমাত্রা ৪৫ সেলসিয়াস ছুঁতে পারে। তাই এই কন্ডিশন চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাবর। অবশ্য তীব্র রোদের কারনে বিকেলের পর শুরু হবে ম্যাচগুলো।   করোনাভাইরাসের সংক্রমনের হার কমে যাবার কারনে গত মার্চে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথমবারের মত সিরিজটি জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।   মুলতানে সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ১০ ও ১২ জুন। পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, এনক্রুমার বোনার, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, শেরমন লুইস, কাইল মায়ার্স, এন্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেইডেন সিলস, রোমারিও শেফার ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button


More News Of This Category