,

শেরপুরে ২ লাখ ৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

শেরপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলায় ২ লাখ ৭ হাজার ৩৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হবে আগামী ১২ জুন। ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য আজ বেলা ১১ টায় স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ৫২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সমন্বয়ে ২ হাজার ৬শ ৯২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে। ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭শ ১৪জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ৬৫০ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বাস্থ্যবিভাগ, পৌরসভা, পরিবার পরিকল্পনা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category