,

আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

শিরীনা বেগম, বিশেষ প্রতিনিধি:  আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কলিম উদ্দিন প্রামাণিকের প্রয়াত মা বাবার স্মরণে কাঠগড়ায় তার নিজ বাড়িতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সিনিয়র স্টাফ রিপোটার জহিরুল ইসলাম খান লিটন। প্রধান বক্তা ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জয় হেলাল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু। আলোচনা সভায় বক্তারা বলেন, যারা আশুলিয়া সমন্বয় ক্লাবের একত্রিত হয়ে কাজ করছেন তাদের সাধুবাদ জানাই ও আন্তরিক অভিনন্দন। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব ইতিমধ্যে যেভাবে সামাজে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখছেন এবং সমাজ সেবামূলক কাজ করছেন আমরা সবাই আপনাদের সম্বৃদ্ধী কামনা করছি। আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ চিশতী, নির্বাহী সম্পাদক ও দৈনিক দেশেরপত্র পত্রিকার ঢাকা উত্তর প্রতিনিধি দাউদুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক কহিরল ইসলাম খায়রুল, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ইমু দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রিপন মিয়া দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলতাফ হোসেন দৈনিক দেশের বার্তা২৪.ডটকমের প্রকাশক ও সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সোহাগ দৈনিক ঢাকার ডাক পত্রিকার আশুলিয়া থানা প্রতিনিধি মো: নাজমুল ইসলাম সহ অন্যান্য সম্পাদক এবং সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত ব্যাক্তিদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


More News Of This Category