প্যারিস, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম/এএফপি): নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচে গতকাল পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু গতকাল নিজ মাঠে নিজেদের আগ্রাসী মেজাজকে শানিত কওে শেষ ৩০ মিনিটের মধ্যে ৫ গোল করে পোল্যান্ডকে উড়িয়ে দেয় কোচ রাবার্তো মার্টিনেজের শিষ্যরা।
ম্যাচ শেষে স্বাগতিক কোচ মার্টিনেজ বলেন, ‘প্রতিদ্বন্দ্বির কাছে যখন হেরে যাবেন, তখন আপনার মধ্যে বাড়তি আবেগ কাজ করবে। সুতরাং আজ রাতটি ছিল প্রেরণাদায়ী।’
গতকাল অনুষ্ঠিত ম্যাচের শুরুতে আরো একবার হোঁচট খেয়েছিল বেলজিয়ানরা। ২৮ মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে ২০২২ সালে ২২ গোল করলেন তিনি।
পিতর জিলিনস্কির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ তারকা লেভা। বিরিততে যাবার তিন মিনিট আগে অবশ্য গোলটি পরিশোধ করে দেন স্বাগতিক বেলজিয়াম।
পোলিশ রক্ষনকে বোকা বানিয়ে টিমোথি কাসাগনের কাছে বল পাস দেন কেভিন ডি ব্রুইনা। তিনি আবার বলটি ব্যকপাস করলে ড্রাইভ শটে বল জালে পাঠান আ্যাক্সেল উইটসেল।
বিরতির পর ৫৯ মিনিটে প্রতিআক্রমন থেকে বল নিয়ে ফাঁকায় থাকা ডি ব্রুইনার কাছে পাঠিয়ে দেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। সেটিকে স্লাইট শটে গোল করে বেলজিয়ামকে লিড এনে দেন ডি ব্রুইনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকেন বেলজিয়ানরা। হ্যাজার্ডের পরিবর্তিত হিসেবে আসা লিয়ান্দ্রো ট্রোসার্ড ৭ মিনিটের মধ্যে করেন দুই গোল। ৭৩ ও ৮০ মিনিটে গোল দুটি করেন তিনি। দূরপাল্লার শটে ৮৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার লিয়ান্দার ডেনডনকার। এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল।
শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে বদলি হিসেবে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন লুইস ওপেন্ডা। অতিরিক্ত সময়ে (৯০+৩ মি.) তিনি করেন আরো একটি গোল। ফলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
গতকাল অনুষ্ঠিত নেশন্স লিগের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে ওয়েলস এবং স্কটল্যান্ড ২-০ গোলে আরমেনিয়াকে পরাজিত করেছে।