জয়পুরহাট, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রমের (৫ম পর্যায়) আওতায় জেলার প্রত্যন্ত অঞ্চল ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের উত্তরবস্তা গ্রামে বৃহষ্পতিবার সকালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত উঠান বৈঠকে প্রধান আলোচক ছিলেন- জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। এ ছাড়াও শিশু ও নারীদের উন্নয়নে সরকারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন স্থানীয় বড়াইল ইউনিয়নের ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আশুরা বেগম। উঠান বৈঠকে শিশু ও নারীর স্বাস্থ্য, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিচর্যা, মাতৃ দুগ্ধপান, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, শিশুশ্রম বন্ধ, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বিষয়ে সচেতনতামূক আলোচনা করা হয়। বৈঠকে নারী ও শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।