,

বাংলাদেশ লিগে রিকার্ভে বিকেএসপি ও কম্পাউন্ডে পুলিশ চ্যাম্পিয়ন

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): বাংলাদেশ লিগ আরচারিতে বিকেএসপি রিকার্ভে এবং বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব কম্পাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ টঙ্গিস্থ আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন ব্যাপী এই প্রতিযোগিতায় রিকার্ভ বিভাগে বিকেএসপি (সবুজ) ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। আর্মি আরচারি ক্লাব ৭টি খেলার মধ্যে ৫টিতে জয় এবং ২টিতে পরাজিত হয়ে ১০ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হয়। ১০ পয়েন্ট নিয়ে ৩য় হয় বাংলাদেশ আনসার।  কম্পাউন্ড বিভাগে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজিবি ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় এবং ১টিতে পরাজিত হয়ে সমান ১২ পয়েন্ট নিয়ে রানার-আপ হয় (লিগ পয়েন্ট সমান হওয়ায় যে দলের সর্বমোট পয়েন্ট বেশী সে দলকে লিগ তালিকার উপরে রাখা হয়)। ১০ পয়েন্ট নিয়ে ৩য় হয়েছে এএসপিটিএস আরচারি ক্লাব।


More News Of This Category