ইয়াউন্ড, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): ক্যামেরুনের মধ্যাঞ্চলে মোটরচালিত নৌযান ডুবিতে ৭ জন নিখোঁজ হয়েছে। নিয়ং ও কেলে অঞ্চলের কর্মকর্তা পিটার নটিয়ে নিডে বলেন “১২ জন যাত্রী নিয়ে মঙ্গলবার নৌযানটি ডুবে যাওয়ার পর ৫ জনকে উদ্ধার করা গেলেও ৭ জন নিখোঁজ রয়েছে।” রাজধানী ইয়াউন্দে থেকে প্রায় ৬৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মালোম্বো গ্রামের কাছে নিয়ং নদীতে নৌকাটি ডুবে যায়। খবর এএফপি’র। ২০১৯ সালের আগস্টে ক্যামেরুনের উপকূলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেলে কমপক্ষে ১৭ জন মারা গিয়েছিল।