,

ক্যামেরুনে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ ৭

ইয়াউন্ড,  (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক): ক্যামেরুনের মধ্যাঞ্চলে মোটরচালিত নৌযান ডুবিতে ৭ জন নিখোঁজ হয়েছে। নিয়ং ও কেলে অঞ্চলের কর্মকর্তা পিটার নটিয়ে নিডে বলেন “১২ জন যাত্রী নিয়ে মঙ্গলবার নৌযানটি ডুবে যাওয়ার পর ৫ জনকে উদ্ধার করা গেলেও ৭ জন নিখোঁজ রয়েছে।” রাজধানী ইয়াউন্দে থেকে প্রায় ৬৫০ কিলোমিটার উত্তর-পূর্বে মালোম্বো গ্রামের কাছে নিয়ং নদীতে নৌকাটি ডুবে যায়। খবর এএফপি’র। ২০১৯ সালের আগস্টে ক্যামেরুনের উপকূলে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেলে কমপক্ষে ১৭ জন মারা গিয়েছিল।


More News Of This Category