,

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলা শহরের দেওভোগ আখড়া এলাকায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক সাথে তিন জায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে মুষলধাওে বৃষ্টি হচ্ছিল। দেওভোগ আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাড়িতে তিন জাঁ বৃষ্টির পানি ব্যবহার করে কাজ করছিলেন। এসময় ঝড়ে একটি বিদ্যুতের তার ছিঁড়ে তাদের বাড়ির গেইটে পড়লেও তারা তা খেয়াল করেননি। বাড়িতে প্রবেশের গলিতে থাকা কলাপসিবল গেইট পরিস্কার করতে গিয়ে বড় জাঁ বিমলী রানী ঘোষ (৫৬) বিদ্যুতায়িত হয়ে গেইটের সাথে আটকে যান। পাশে দুই জাঁ বাসন্তি রাণী ঘোষ (৩৫) এবং মনি রাণী ঘোষ (৩২) ঘরের থালা বাসন পরিস্কার করছিলেন। তারা এগিয়ে এসে বিমলী রানী ঘোষকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আশেপাশে লোকজন এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী মিতু দাস জানান, বৃষ্টির সময় বিদ্যুতের খুুঁটি থেকে বাসা বাড়িতে নেয়া লাইন লিকেজ হয়ে বা তাঁর ছিড়ে কলাপসিবল গেইটের ওপর পড়ে গেইটটি বিদ্যুতায়িত ছিল। যে কারণে তিনটি তাজা প্রাণ মুহুর্তেই ঝড়ে গেলো। সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তিনজনের লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category