জাতিসংঘ,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : পাঁচটি দেশের মধে জাপান ২০২৩ এবং ২০২৪ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে বৃহস্পতিবার নির্বাচিত হয়েছে। সুইজারল্যান্ড, মোজাম্বিক, মাল্টা এবং ইকুয়েডরও আগামী বছরের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য সদস্য হিসেবে ভূমিকা রাখবে। খবর এএফপি’র। এই পাঁচটি দেশ ভারত, নরওয়ে, কেনিয়া, মেক্সিকো ও আয়ারল্যান্ডের স্থলাভিষিক্ত হবে। ১৫ সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র। অন্য দশটি সদস্যপদ অন্যান্য দেশগুলি দুই বছরের জন্য পূরণ করে, যার মধ্যে পাঁচটির নাম প্রতি বছর ঘোষণা করা হয়। জাপান, সুইজারল্যান্ড, মোজাম্বিক, মাল্টা এবং ইকুয়েডর জাতিসংঘের সাধারণ পরিষদে গোপন ব্যালটে নির্বাচিত হয়েছে। পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে, জাপান ১৮৪ ভোট পেয়েছে। মোজাম্বিক তার ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়। সুইজারল্যান্ড ১৮৭, মাল্টা ১৮৫ এবং ইকুয়েডর ১৯০ ভোটে জিতেছে।