,

নওগাঁয় বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা সম্পর্কিত কর্মশালা

নওগাঁ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলায় বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা সম্পর্কি ত এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সমন্বয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ রাজশাহী এই কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিঘাত অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক এই কর্মশালায় সভাপতিত্ব করেন- সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
কর্মশালায় জাতীয় উদ্যান আলতাদিঘীসহ বন বিভাগের বিভিন্ন স্থানসমূহের উন্নয়নে গৃহিত প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল মামুন হকসহ
জেলা পর্যায়ের এবং প্রকল্প এলাকার সমূহের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়েছে- বন বিভাগ জাতীয় উদ্যান আলতাদিঘীসহ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে ৩৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা ব্যায়ে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছ। এই প্রকল্পের কার্যক্রম আগামী ২০২৫ সালের জুন মাসে শেষ হবে।


More News Of This Category