,

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলায় আজ প্রধানমন্ত্রী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন-এর সভাপতিত্বে এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, ফযফঐনমন রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ, এনজিও, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ও বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।


More News Of This Category