,

নেশন্স লিগ: হালান্ডের জোড়া গোলে সুইডনকে হারালো নরওয়ে

 (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম /এএফপি): আর্লিং হালান্ডের জোড়া গোলে ভ গতকাল উয়েফা নেশন্স লিগে প্রতিবেশী সুইডেনের বিপক্ষে জয়লাভ করেছে নরওয়ে। অসলোর উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হালান্ড নিজে দুই গোল করার পাশাপাশি সহায়তা করেছেন তৃতীয় গোলে। ফলে ৩-২ গোলে জয়লাভ করে তার দল।
ম্যাচ শেষে ২১ বছর বয়সি হালান্ড গণমাধ্যমকে বলেন,‘বিক্রি হবার পর আমি প্রথম উল্লাভেলায় খেলেছি। মৌসুমের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে এই জয় পাওয়াটা দারুন আনন্দের।’
বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া হ্যালান্ড ম্যাচের ১০ মিনিটেই গোল করে এগিয়ে দেন নরওয়েকে। একটি ক্রসের বলে দর্শনীয় হেডে গোল করেন তিনি। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। হজালমার একদাল বক্সের মধ্যে আলেক্সান্দার সরলথকে ফাউল করায় এই পেনাল্টিটি পেয়েছিল নরওয়ে। এটি ছিল নরওয়ের হয়ে ১৮তম আন্তর্জাতিক ম্যাচ থেকে হালান্ডের ২০ তম গোল।
আট মিনিট পর একটি গোল পরিশোধ করে সুইডেন। ডেজান কুলুসেভস্কির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এমিল ফরসবার্গ। ম্যাচের ৭৭তম মিনিটে হালান্ডের ক্রসের বল জালে জড়িয়ে নরওয়েজিয়ানদের লিড পুন:প্রতিষ্ঠিত করেন সরলথ। ইনজুরি টাইমে (৯০+৫) সুইডেনের হয়ে দ্বিতীয় গোল পরিশোধ করেন ভিক্টর জিওকেরেস। তবে শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি সুইডেন।
ম্যাচ শেষে সুইডিশ অধিনায়ক ফরসবার্গ বলেন,‘ আমাদের বিপক্ষে গোল করাটা খুবই সহজ হয়ে গিয়েছিল।’
নরওয়ের কোচ স্টাল সোলবাক্কেন বলেন,‘এর স্বাদ অসাধারণ। এই মুহুর্তে সুইডিশ দলটি রক্ষনভাগের তুলনায় আক্রমনভাগে বেশী শক্তিশালী। আমার মনে হয় আমরাই তুলনামুলকভাবে সেরা দল। তবে শুরুতে গোল পাওয়াটা ছিল গুরুত্বপুর্ন। যা আমাদের মানষিকভাবে অনুপ্রানীত করেছে।’ এই জয়ে বি৪ গ্রুপে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে নরওয়ে।


More News Of This Category