(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : ইরানে পৃথক ঘটনায় রেভল্যুশনারি গার্ডস কোরের এক সদস্য সহ এরোস্পেস বিভাগের ২ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস কোরের এরোস্পেস বিভাগের সদস্য আলী কামানি ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশের খোমেইন নগরীতে “শহীদ” হয়েছেন। খবর এএফপি’র।
ফার্স আরো জানায়, পৃথক ঘটনায় এরোস্পেস স্টাফ মোহাম্মদ আবদুস (৩৩) রোববার উত্তরাঞ্চলে সেমনান প্রদেশে মারা যান। এসব ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই সপ্তাহ আগে কুদস ফোর্সের বৈদেশিক অপারেশন ইউনিটের কমান্ডার কর্নেল আলী ইসমাইলজাদেহ, “তার বাড়িতে এক দুর্ঘটনায়” মারা গেছেন।
গত ২২ মে কর্নেল সায়াদ খোদাই (৫০) ইরানের রাজধানীর পূর্বাংশে তার বাড়ির বাইরে মোটরবাইক আরোহীদের হামলায় নিহত হন। হামলাকারীরা তাকে পাঁচবার গুলি করে।
রেভল্যুশনারি গার্ড খোদাইয়ের হত্যাকান্ডের জন্য “জায়ানবাদীদের” অভিযুক্ত করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।