,

মাদারীপুরে শেষ ধাপে ৬ ইউপিতে চলছে ভোটগ্রহণ

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) :  মাদারীপুরে রাজৈরে ও কালকিনির শেষ ধাপে ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েনতনগর ও এনায়েতনগর এবং রাজৈর উপজেলার খালিয়া, বদরপাশা, আমগ্রাম ও হোসেনপুরের ৬ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে।

রাজৈর উপজেলার ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ সদস্য পদে ১১৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ৬৩ হাজার ৭৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩৫৪১ ও নারীর ভোটারের সংখ্যা ৩০২৪৭ জন। অপরদিকে, কালকিনি উপজেলার ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের সংখ্যা ২০ হাজার ৯০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০৮০৫ ও নারীর ভোটারের সংখ্যা ১০০৯৬ জন।

মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।


More News Of This Category