,

গোলাপগঞ্জ উপজেলায় আ.লীগ, বিয়ানীবাজার পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

সিলেট, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুকুল হক।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।
ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় কাদির শফি ৪৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ভিপি সফিক উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৭০৭ ভোট।
বেসরকারি ফল ঘোষণা করেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া।
রিটার্নিং অফিসার বাসস’কে জানান, উপজেলায় ৬৭ হাজার ৫৫১ ভোট পড়েছে। এর মধ্যে ৯২৪ ভোট বাতিল হয়েছে।
এদিকে, বিয়ানীবাজার পৌর নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুকুল হক। পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে চামচ প্রতীক নিয়ে তিনি চার হাজার ১শ’ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আব্দুস সবুর (স্বতন্ত্র) মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৩১৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত আবদুস শুকুর পেয়েছেন (নৌকা) দুই হাজার ২৭০ ভোট।
বুধবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বাসস’কে জানান, ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯০ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন


More News Of This Category