রাঙ্গামাটি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলার বাঘাইছড়ি পৌরসভায় মেয়র ও কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারী ফলাফলে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জমির হোসেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাবেক নেতা রহমত উল্লাহ খাজা।
অন্যদিকে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আকতার হোসেন মিলন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিপ্লব মারমা।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, গতকাল সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাঈদুর রহমান জানান, গতকাল খুব শান্তিপূর্ণ পরিবেশে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।