,

আঞ্চলিক সফরে প্রথমেই মিশর যাচ্ছেন সৌদি যুবরাজ

রিয়াদ,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার তিন দেশ সফর শুরু করছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মিশর পরে জর্ডান এবং এরপর তুরস্ক যাবেন।
একজন সৌদি কুটনীতিক এ কথা জানান।
তিনি আরো জানান, সফরে তিন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ।
এছাড়া, এ সময়ে বিনিয়োগ ও জ্বালানি বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ রিসিপ এরদোগান শুক্রবার এক ঘোষণায় বলেছেন, যুবরাজ ২২ জুন তুরস্ক সফর করবেন।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যার পর রাজপরিবারের কেউ এ প্রথম তুরস্ক সফর করছেন।
সৌদি কুটনীতিক আরো জানান, যুবরাজ জুলাইয়ের শেষ দিকে গ্রিস, সাইপ্রাস ও আলজেরিয়া সফরে যেতে পারেন।
তবে, সৌদি সরকারের পক্ষ থেকে যুবরাজের আসন্ন সফর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।


More News Of This Category