চট্টগ্রাম, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : চলমান অতি বর্ষণে চট্টগ্রাম নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বরÑ ০১৭১৭-১১৭৯১৩ এবং ০১৮১৮-৯০৬০৩৮।
কালাম চৌধুরী আরও বলেন, ‘নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধ্বস পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তারা পাহাড় ধ্বস এলাকায় উদ্ধার কাজে তদারকী করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।’