কুমিল্লা (দক্ষিণ),(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া যমজ দুই শিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।
নারায়ণগঞ্জের পর কুমিল্লার বরুড়ায় স্বপ্নের ‘পদ্মা সেতু’র সঙ্গে মিলিয়ে পদ্মা ও সেতু নাম রাখেন পরিবারের সদস্যরা।
গর্বের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নাম রাখায় বিনামূল্যে তাদের আজীবন চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্বাভাবিকভাবেই শিশু দুটির জন্ম হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বাসসকে বলেন, উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথমে একটি শিশুর জন্ম দেন। এর এক ঘণ্টা ৪০ মিনিট পর আরেকটি শিশুর জন্ম হয়। তাৎক্ষণিকভাবে তাদের বাবার সঙ্গে পরামর্শ করে নবজাতক দুটির নাম রাখা হয় দেশের আলোচিত পদ্মা সেতুর নামে ‘পদ্মা’ ও ‘সেতু’। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের উপহার সামগ্রী দেওয়া হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত সবধরনের সুবিধার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। আজীবন তাদের বিনামূল্যে সেবা দেওয়া হবে।