,

পোড়াবাড়িতে আগুনে পুড়ে ছাই তুলার গোডাউন

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় তুলার গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে মালামাল। রোববার দুপুর সাড়ে তিনটায় আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুরের পোরাবাড়ি এলাকায় দুপুর সাড়ে তিনটার দিকে একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে গোডাউনের মালামাল। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


More News Of This Category