,

বাসন্ডা নদীতে পড়ে শিশু নিখোঁজ

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : ঝালকাঠির বাসন্ডা নদীতে পড়ে বেঁদে সম্পদায়ের মো. হাসান নামের দেড় বছর বয়সের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সকাল ৯টার দিকে নেছারাবাদ এলাকার বাসন্ডা নীদে পড়ে ভেড়ানো নৌকা থেকে পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ হাসানের মা সুমি বেগম জানান, নৌকায়ই তাদের বসবাস। সকালে খেলতে ছিল শিশু হাসান। হঠাৎ করে নদী পড়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে নিখোঁজ হাসানের স্বজন এবং বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে বরিশাল থেকে ডুবুরি দল নিয়ে আমরা বাসন্ডা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে দুপুর তিনটা পর্যন্ত শিশু হাসনকে পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।


More News Of This Category