সেন্ট পিটার্সবুর্গ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : মস্কো আগামী মাসগুলোতে মিনস্কে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে।
শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনাকালে এ কথা বলেন।
পুতিন বলেন, ‘যেমন অপনি এবং আমি একমত হয়েছি, আপনি এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসগুলোতে বেলারুশকে কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার-এম সরবরাহ করবো। এটি ব্যালেস্টি ও ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত, এটি উভয়ভাবে ব্যবহার করা যায় এবং এটি উভয় ক্ষেত্রে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে রুপান্তর করা যায়।’
রাশিয়ান ও বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদ্বয় এবং স্টাফ প্রধানরা এই বিষয়ে সমস্ত বিবরণ নিয়ে কাজ করবেন বলে রাশিয়ান নেতার প্রস্তাবে লুকাশেঙ্কো বলেন,‘আমি পুরোপুরি একমত’। জবাবে পুতিন বলেন, ‘এটি একটি চুক্তি।’