,

বেলারুশকে ইস্কান্দার-এম মিসাইল সিস্টেম সরবরাহ করবে: পুতিন

সেন্ট পিটার্সবুর্গ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : মস্কো আগামী মাসগুলোতে মিনস্কে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে।
শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আলোচনাকালে এ কথা বলেন।
পুতিন বলেন, ‘যেমন অপনি এবং আমি একমত হয়েছি, আপনি এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসগুলোতে বেলারুশকে কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার-এম সরবরাহ করবো। এটি ব্যালেস্টি ও ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত, এটি উভয়ভাবে ব্যবহার করা যায় এবং এটি উভয় ক্ষেত্রে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে রুপান্তর করা যায়।’
রাশিয়ান ও বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদ্বয় এবং স্টাফ প্রধানরা এই বিষয়ে সমস্ত বিবরণ নিয়ে কাজ করবেন বলে রাশিয়ান নেতার প্রস্তাবে লুকাশেঙ্কো বলেন,‘আমি পুরোপুরি একমত’। জবাবে পুতিন বলেন, ‘এটি একটি চুক্তি।’


More News Of This Category