,

ব্রাহ্মণবাড়িয়া মালবাহী ট্রেন লাইনচ্যুত

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ) : ঢাকা- চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার জসীম উদ্দিন জানান, মালবাহী ট্রেনটি ৩১টি বগি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের সময় এক নং প্লাটফর্মের ২নং লাইনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এসময় সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাঘাত ঘটে। তবে এখন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মালবাহী ট্রেনটি ১৮টি বগি নিয়ে পাঘাচং স্টেশনে চলে যায়। বাকি ১৩টি বগি উদ্ধারের জন্য আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।

এঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।


More News Of This Category