“ইউসুফ আলী খান”
এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : কাশিমপুর গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কাশিমপুর মেট্রো থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম ও তদন্ত ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন। কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মন্ডলের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল কাশিমপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, মোশাররফ হোসেন মুসা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু, দফতর সম্পাদক ফয়সাল কাজি, অর্থ সম্পাদক নেসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক বাচ্চু মিয়া, আইসিটি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ ইউসুফ আলী খান, রিপন মিয়া, মোত্তাসিম সিকদার রাজীব, আলী হোসেন, আয়নাল কাজীসহ প্রমুখ। এসময় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন, পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করে আর সাংবাদিকরা সমাজের দর্পণ হয়ে দেশের জন্য কাজ করে। এই মহান পেশাকে কোন ভাবেই কলুষিত করা যাবে না। সাংবাদিকরা দেশ ও দশের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন কাশিমপুরকে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজ মুক্ত করাই হবে আমার আগামী দিনের একমাত্র লক্ষ্য