,

ভোলায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :  সদরে আজ বিএনপি –জামায়াত  জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১ টায় শহরের বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একইস্থানে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ  বক্তব্য রাখেন।
এখানে বক্তারা বলেন, জোট সরকারের আমলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। তৎকালীন সময়ে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। যা পরবর্তী সময়ে বর্তমান সরকার কঠোরভাবে দমন করে। একইসাথে দেশ বিরোধী অপপ্রচার-গুজবের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সকল উস্কানির প্রতিবাদ জানানো হয়।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত কর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category