,

টঙ্গীতে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম :  টঙ্গীতে ৫১ পিস ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনা পাড়া রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা(৩০) একই এলাকার সফিকুল ইসলামের ছেলে মামুন মোল্লা ও জামাই বাজার এলাকার মৃত খালেক আহম্মেদের ছেলে নুর আলম ওরফে নুরা(৩০)। টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক সাব্বির হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিসিক লিলি ফুড মোড় থেকে আরো ১১বোতল ফেনসিডিলসহ অপর আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়াজেলার আখাউড়া এবং কসবা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে টঙ্গী এবং আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে। তাদের তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category