,

ইংল্যান্ডকে ইনিংস হারের লজ্জা দিল দক্ষিণ আফ্রিকা

এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম : ক্রিকেটে ইংল্যান্ডের দম্ভচূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। বেন স্টোকসের নেতৃত্ব উড়ন্ত ইংল্যান্ডকে মাটিতে নামালো প্রোটিয়ারা। লর্ডস টেস্টে আড়াই দিনে ইংলিশদের গুটিয়ে দিয়ে ইনিংস ব্যবধানে জয়ের উল্লাসে মাতল সফরকারীরা।

পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার দাপটের চিত্রই যেন ফুটে উঠল শেষটায়। দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া বোলাররা গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং। তাতে ইনিংস এবং ১২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

লর্ডসে এই নিয়ে চতুর্থবার ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেল ইংল্যান্ড। ২০০৩ সালে সবশেষটিও ছিল এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

লর্ডসে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে কাহিসো রাবাদা-আনরিখ নরকিয়াদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে অনেকটা একাই লড়াই চালিয়ে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছিলেন ইংল্যান্ডের ওলি পোপ।

১৯ ওভার বোলিং করে ৫২ রান খরচায় পাঁচ উইকেট পান রাবাদা, আর নরকিয়া এবং মার্কো ইয়ানসেন যথাক্রমে ৩টি এবং ২টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে সফরকারীরা, লিড পায় ১৬১ রানের। তাদের পক্ষে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন সারেল এরউই। এছাড়া চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন অধিনায়ক ডিন এলগার (৪৭), ইয়ানসেন (৪৮) এবং কেশব মহারাজ (৪১)।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট তুলে নেন স্টুয়ার্ট ব্রড এবং স্টোকস।

১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। তবে প্রথম ইনিংসের মতো ফের প্রোটিয়াদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন স্টোকসরা। মাত্র ৩৭.৪ ওভারে ১৪৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। তাতে লর্ডসে মাত্র তিন দিনে ইনিংস এবং ১২ রানে টেস্ট হারের সম্মুখীন হতে হয়েছে তাদের।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার রাবাদা।

আগামী বৃহস্পতিবার ম্যানচেস্টারে শুরু হবে দ্বিতীয় টেস্ট।


More News Of This Category