টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ): জেলার কোটালীপাড়া উপজেলায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার উনশিয়া গ্রামের ভট্টের বাগান মন্দির চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর ঘুরে পুনরায় মন্দির চত্ত্বরে গিয়ে শেষ হয়।
অপরদিকে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার আয়োজনে কেন্দ্রীয় কালী মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ^াস, ভট্টের বাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।