,

ডিমের  গোডাউনে  অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

আলমাস হোসেন”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম): 

সারাদেশে ডিমের দাম বৃদ্ধির কারসাজি করা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার গোডাউনে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফয়সাল এন্টারপ্রাইজকে আড়াই লাখ টাকা জরিমানা সহ তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার (২০ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় ফয়সাল এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।

এর আগে বাইপাইল সংলগ্ন বগাবাড়ি বাজার এলাকার আসিফ-হোসাইন এন্টারপ্রাইজকে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ফয়সাল আশুলিয়ার গোরাট এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে কাজী ফার্মের অনলাইন ডিমের হাটে বিটিং করে বেশি দামে ডিম কিনেছিলেন এই ফয়সাল। তিনি প্রতিশত ডিম ১০৫০ টাকার জায়গায় ১২০০ টাকা করে ক্রয় করেছিলেন। এরপর থেকেই সারা দেশে ডিমের দাম বেড়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ আগস্ট দেশের সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস ১০৫০ টাকা ডিমের দাম নির্ধারন করেন। এসময় ফয়সাল ১২০০ টাকা ডাক তুলে ডিম কিনে নেয়। এরপরই সারা দেশে পাইকারি ডিম প্রতিপিছ ১২ টাকা হারে বিক্রি হয়। তবে সারা দেশে সাড়ে ৪ কোটি ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে প্রায় ৫ কোটি। কিন্তু কারসাজি করে ডিমের দাম বাড়িয়েছিলেন এই ব্যবসায়ীরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিমের দাম বাড়ানোর কারসাজির অভিযোগে বগাবাড়ির দুটি দোকান ও সরকার মার্কেট এলাকার ফয়সাল এন্টারপ্রাইজকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান ডিম ক্রয়ের রশিদ দেখাতে পারেনি। বিক্রয়ের সময় কোন ক্রেতাকে রশিদ দিচ্ছেন না। মূল্য তালিকা টানানোর যে নিয়ম রয়েছে সেটাও তারা মানছেন না।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ আশুলিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


More News Of This Category