,

নতুন রুপে যাত্রা শুরু করলো গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড

 

আলমাস হোসেন”

(এবিসি ওয়ার্ল্ড নিউস ২৪.কম):

সম্পূর্ণ নতুন ভাবে যাত্রা শুরু করলো কাশিমপুরের গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেড। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ আগস্ট) বাদ জুমায় কাশিমপুরের হাতিমারা এলাকায় গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিডের নিজস্ব কারখানায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের চেয়ারম্যান এখলাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানার পরিদর্শক (ওসি) মাহবুবে খোদা, বিশিষ্ট শিল্পপতি আব্দুর রব খান। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ি ইয়াছিন মৃধা।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এ সময় সকলের নিকট দোয়া চেয়ে গ্রামবাংলা পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডের চেয়ারম্যান এখলাস উদ্দিন চৌধুরী বলেন, আমরা সম্পূর্ণ নতুন রূপে যাত্রা শুরু করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সততার সহিত আমাদের কারখানা পরিচালনা করতে পারি।


More News Of This Category