,

উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র নবগঠিত কমিটি প্রকাশ সভাপতি মোঃ সাইফুজ্জামান ও সম্পাদক মনিরুজ্জামান আকাশ।

ময়মনসিংহের ” (উপজেলা) (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :ময়মনসিংহের ” উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা”র নবগঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি মোঃ সাইফুজ্জামান ও সম্পাদক মনিরুজ্জামান আকাশ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম কে দ্বি বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিল করে মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সোমবার সময়ঃ দুপুর বেলা ২ ঘটিকায় মুক্তাগাছার ভাবকির মোড়স্থ গসমেগ মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক (২০২২-২৩) কাউন্সিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বের চুলচেরা বিশ্লেষণ,জ্ঞানগর্ভ মতামত ও আলোচনার প্রেক্ষিতে
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি চুড়ান্ত করা হয়।

নবগঠিত কমিটিতে যারা মনোনীত হয়েছেন,তাঁরা হলেন…
সভাপতিঃ মোঃ সাইফুজ্জামান (ষ্টাফ রিপোর্টার,দৈনিক রূপবানী),সহ-সভাপতিঃ মো.সোহেল রানা (দৈনিক যুগান্তর),সাধারণ সম্পাদকঃ এস এম মনিরুজ্জামান আকাশ (দৈনিক মানবকন্ঠ), যুগ্ন-সম্পাদকঃ মো.এনামুল হক (দৈনিক আলোকিত দেশ) সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম স্টাফ রিপোর্টার (দৈনিক আলোকিত সকাল)
অর্থ সম্পাদক
মাহমুদুল হাসান শামীম (দৈনিক বিজনেস বাংলাদেশ)
তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মো. বাবুল হোসেন বাবলু (বিডি ২৪ ক্রাইম.কম) সদস্যঃ যথাক্রমে মো. মোশাররফ হোসেন (এটিভি বাংলা) ও মো.খাইরুল ইসলাম (দৈনিক বাংলার নবকন্ঠ) ।

নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি অবাধ,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সাথে সমন্বয় সাধনে উদাত্ত আহ্বান জানান । একই সাথে উপস্থিত সম্মানিত সহকর্মীদের প্রতি আন্তরিক সহযোগিতা চেয়ে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।


More News Of This Category