,

জাতীয় শোক দিবস উপলক্ষে বরকলে আলোচনা ও দোয়া মাহফিল

রাঙ্গামাটি, প্রতিনিধ : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলার বরকল উপজেলায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায়  বরকল উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  সভা ও দোয়া মাহফিলে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বরকল  উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং  সদস্য সচিব সাইফুল ইসলাম মনিরের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম  সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির চাকমাসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে আওয়ামী লীগ  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা   নিবেদন করেন।


More News Of This Category