,

মোগাদিসুর হোটেলে জঙ্গিদের অবরোধের অবসান ঘটিয়েছে সোমালি বাহিনী

মোগাদিসু, (এবিসি ওয়াল ওয়ার্ল্ড নিউস ২৪.কম ডেস্ক) : সোমালি বাহিনী রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জিহাদিদের ৩০ ঘন্টা স্থায়ী অবরোধের অবসান ঘটিয়েছে। কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। আল-কায়েদার সহযোগী আল-শাবাব শুক্রবার সন্ধ্যায় বিখ্যাত হায়াত হোটেলে বন্দুক ও বোমা হামলা চালিয়ে এটি দখল করে রাখে।
নাম প্রকাশ না করার শর্তে কমান্ডার এএফপিকে জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবরোধের অবসান ঘটিয়েছে এবং বন্দুকধারীরা মারা গেছে। গত এক ঘণ্টায় বিল্ডিং থেকে কোনো গুলি ছুড়ার খবর পাওয়া যায়নি।’তিনি বেসামরিক বা নিরাপত্তা সদস্যদের মধ্যে নিহতদের সংখ্যা কিংবা আল-শাবাব সদস্যদের মধ্যে নিহতদের সম্পর্কে আর কোনো তথ্য দেননি। তিনি জানান, সরকার এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে। তিনি বলেন, ভবনটিতে বিষ্ফোরক থাকতে পারে। এ জন্য ভবনটিতে তল্লাশি চালাতে হবে।সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের দায়িত্ব গ্রহনের পরে এটিই মোগাদিসুতে সবচেয়ে বড় হামলা। শেখ মোহাম্মদ জুন মাসে দায়িত্ব গ্রহণ করেন এবং ইসলামি জঙ্গি গোষ্ঠীর ১৫ বছরের বিদ্রোহ দমনে চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি জোর দেন।  নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবদিকাদির এর আগে এএফপিকে  ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। মোগাদিসুর প্রধান ট্রমা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবদিরহমান জানান, হোটেলে হামলায় আহত অন্তত ৪০ জনের চিকিৎসা চলছে ।


More News Of This Category