,

স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি ভবনের ফার্নিচার ভস্মিভূত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৪ টি গোডাউন ও একটি তিনতলা ভবনের ফার্নিচার ভস্মিভুত হয়েছ। রবিবার সন্ধ্যার দিকে ওই অগ্নিকান্ড সংগঠিত হয়। এসময় ফারুক মিয়ার মালিকাধীন চারটি গোডাউন ঘর মালামাল সহ ভস্মিভূত হয়। একই সাথে পার্শবর্তী একটি তিন তলা ভবনের আসবাপত্র পুড়ে গেছে। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসর একটি ইউনিট অকুস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে ফারুক হোসেনের প্লাষ্টিক গোডাউন , ইব্রাহিমর রশির গোডাউন ও মোবাইলের দোকান এবং শাহাদাত হোসেনের ষ্টেশনারী মালের গােডাউন সম্পূর্ন ভস্মিভূত হয়। একই সাথে রিয়াজ হাসেনের তিনতলা ভবনের বসত ঘরের ফার্নিচার পুড়ে যায়। এ রিপাের্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান ও সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হােসেন ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে রয়েছেন। এদিকে রাত আটটার দিকে সোহাগদল এলাকার আলী হোসেন মেম্বরের বাড়ির ফল ব্যাবসায়ী মো. জামাল মিয়ার বসত ঘরেও আগুন লেগে ঘরটি মালামাল সহ ভস্মীভূত হয়েছে।


More News Of This Category