,

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আলমাস হোসেন”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) : 

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেয়া প্রায় ৬ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি। এ সময় অবৈধ গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার খুলে জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার গোরাটের ডেবনিয়ার গার্মেন্টস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, তিতাসের মেইন লাইন থেকে ঝুকিপূর্ণভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার গোরাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ সংযোগ নিতে ব্যবহৃত পাইপ ও রাইজার খুলে জব্দ করা হয়েছে।

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, এছাড়াও তিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category