,

বানাসাস নির্বাচনে সোমা সভাপতি, সাধারণ সম্পাদক ইশরাত।

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম):

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি বানাসাস’র নির্বাচিনে সভাপতি হলেন বাংলাদেশের আলো পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের মফস্বল সম্পাদক ইশরাত ফারহিম।

গত শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা শেষে সদস্যদের ভোটের মাধ্যমে এই নতুন কমিটি গঠিত হয়।
অন‍্যান‍্য পদে যারা নির্বাচিত হলেন-
আঞ্জুমান আরা শিল্পী (সিঃ সহসভাপতি), মাহমুদা আক্তার (সহসভাপতি), কারনিনা খন্দকার (সহসভাপতি), আফরোজা ডিউ (সহসভাপতি), সেবিকা রানী (সহসভাপতি), সাবিরা ইসলাম (সহসভাপতি), লাবিন রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), রেশমা তোহা (যুগ্ম সাধারণ সম্পাদক), ফাতেমা মুন্নী ( সাংগঠনিক সম্পাদক), শাহীন আরা ইয়াছমীন (কোষাধাক্ষ), শান্তা ফারজানা (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ফারজানা জবা (দপ্তর সম্পাদক), হালিমা খাতুন (প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক), দীপা ঘোষ রীতা (জনকল‍্যান সম্পাদক), শেখ রাজিয়া সুলতানা (তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) ও উম্মে সালমা লাভলী (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক)।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন-
ডা. ইয়াসমীন জাহান শাহীন, শিরীন আক্তার, আঞ্জুমান আরা মুন, দৌলতুন্নেছা রেখা, আকলিমা বেগম, রিজওয়ানা হোসেন সুমী, সানিয়া সুলতানা।

উল্লেখ্য, মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত হয় বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।


More News Of This Category