“শামীম শেখ তুষার”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) : ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পরিদর্শনে এসে বিভিন্ন কলকারখানা, হাটবাজার ও বসতবাড়ীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (২৩আগস্ট) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নদী রক্ষা কমিটি, পরিবেশ ও বন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণ কমিটির বিশেষ সভায় তিনি এ ক্ষোভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা নাজমা নাহার, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল (ভূমি) সহকারী কমিশনার শেখ মো. আলাউল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিন (ভূমি) সহকারী কমিশনার আমেনা মারজান, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।