“আলমাস হোসেন”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম)
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মোঃ নাছির উদ্দিন (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে র্যাব-৩। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রীজন ভ্যানে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোঃ নাছির উদ্দিন ঝিনাইদহ জেলার মহেষপুর থানার শ্যামকুর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় রুবেল মাতাব্বরের বাড়িতে থেকে হাজী দেলোয়ার হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কয়েকজন সদস্য আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থান করে গোপনে বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন নামের ওই সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে এসময় র্যাব এর উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই নোমান সিকদার বলেন, মামলা দায়েরের পর র্যাব থানায় আসামিকে হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।