বরগুনা. (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) : উপকূলীয় জেলা বরগুনার ৮৫০টি মাছধরা ট্রলার গ্লোবাল সিস্টেম অব মোবাইল নেটওয়ার্কের (জিএসএম) আওতায় আনা হচ্ছে ।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস’কে জানিয়েছেন, গভীর সমুদ্রগামী জেলেদের সুরক্ষার কথা মাথায় রেখে মৎস্য ও প্রাণিস¤পদ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো দুর্যোগের সময় সতর্কবার্তা, ঝড়ের পূর্বাভাস এবং আগাম সতর্ক করতে এ নেটওয়ার্কিং সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে জেলায় ৮৫০টি ট্রলারে এ সুবিধা দেওয়া হচ্ছে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বরগুনায় সামুদ্রিক নিবন্ধিত ও শতভাগ ফিটনেস সনদ আছে এমন ট্রলারের সংখ্যা ১ হাজার। নিবন্ধিত জেলে রয়েছেন মোট ৩৭ হাজার ৩০৯ জন।
মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু জানান, ঝড়-জলোচ্ছ্বাস, গভীর নি¤œচাপসহ সাগরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা পৌঁছায় না জেলেদের কাছে। তাই উপকূলের সমুদ্রগামী জেলেদের সুরক্ষায় এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে জিএসএম সিস্টেম চালু করা হচ্ছে। এতে জেলেরা দুর্যোগের সময় নিরাপদে অবস্থান করতে পারবেন।