,

লালমনিরহাটে নতুন পুলিশ সুপারের আগমন ও বিদায়ী পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাট. (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) : 

লালমনিরহাট জেলা পুলিশের নতুন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২৩.০৮.২০২২ খ্রিঃ বিকাল ০৩:০০ টায় যোগদান করেন। জনাব মোঃ রবিউল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ আতিকুল হক (অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপ্স), জনাব মারুফা জামাল (অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল) লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। লালমনিরহাটের বিভিন্ন পদমর্যাদার কর্মী …সংবর্ধনা শেষে লালমনিরহাট সার্কিট হাউসে নবনিযুক্ত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

২৪ আগস্ট ২০২২ খ্রি. সকাল ৮টায় পুলিশ লাইন্স মহড়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

লালমনিরহাট জেলা পুলিশের নতুন অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে লালমনিরহাট জেলা পুলিশের কল্যাণে শতভাগ নিশ্চয়তার প্রত্যাশা ব্যক্ত করেন।

পদোন্নতির কারণে বিশেষ বিদায়ী সভা শেষে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মি.আবিদা সুলতানা, বিপিএম, পিপিএমকে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে দড়ি দিয়ে ফুলে সজ্জিত গাড়িতে টেনে নিয়ে যায় জেলা পুলিশের সহকর্মীরা।

আবিদা সুলতানা বিপিএম, পিপিএম বিদায়ের আবেগ: দীর্ঘ এই জনসেবায় আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমার পথকে মসৃণ করেছে, আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে এবং আমার উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা আমার জন্য সহজ করেছে। আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ. একই সাথে, কাজের কারণে অফিসিয়াল দায়িত্ব পালনের সময় কাউকে আঘাত করার জন্য আমি বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। আশা করি সবাই আমার সীমাবদ্ধতা ক্ষমা করবেন।

আমি মাননীয় মন্ত্রী ও জেলা প্রশাসক সহ সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ। দীর্ঘ যাত্রায় আমার পাশে থাকার জন্য আমি সমস্ত সরকারী দপ্তরের প্রধান এবং সহকর্মীদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

লালমনিরহাট জেলার মানুষের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের যত্ন নিন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

পরিশেষে সকলের জন্য এবং আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করছি

সৃষ্টিকর্তা আমাদের সকলের ভালো করুন.
ঈশ্বর তোমার মঙ্গল করুক..


More News Of This Category