যশোর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম ): যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমাদের সবার কাজ হচ্ছে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে এক করে আগামী নির্বাচনে যশোরের ছয়টি আসনে নৌকাকে জয়যুক্ত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের দায়িত্বে আনতে হবে। দেশের ও যশোরের উন্নয়নের স্বার্থে আপনারা একত্রিত হয়ে পস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার জয় হবে।’
আজ যশোরের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালের পাশে জেলা মহিলা আওয়ামী লীগ, জিলা স্কুলের পিছনে শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, শহরের গাড়িখানায় সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান কবীর শিপলু, কাঁঠালতলায় পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাশিমপুর বাজারে শোক দিবস স্মরণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, লুৎফুল কবীর বিজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এসময় কর্মসূচিতে অংশ নেন।