,

কেরানীগঞ্জে বৃহৎ পরিসরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ শামীম শেখ তুষার, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে কালিন্দী ৪নং বিট এলাকার জনগণের সাথে মতবিনিময় সভা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৭ আগষ্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী রেডরোজ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের সভাপতিত্বে এতে কালন্দি ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দা, জনপ্রতিনিধি ও স্থানীয় মুরুব্বিগণ আলোচনা সভায় অংশগ্রহণ করে।

 

এ সময় বিট পুলিশিং কি এবং এর মাধ্যমে কিভাবে বিট এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি সেবা পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলিং করা হয়।এছাড়া এলাকায় মাদক,চুরি-ডাকাতি-দস্যুতা ও ছিনতাই কিভাবে কমানো করা যায় এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়সহ আরো অনেক বিষয় নিয়ে মত বিনিময় হয়


More News Of This Category