,

এখন ফ্রি-এজেন্ট চেলসি মিডফিল্ডার রস বার্কলি

লন্ডন, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : পারষ্পরিক আলোচনার প্রেক্ষিতে চেলসি ছেড়ে চলে গেছেন মিডফিল্ডার রস বার্কলি। আর সে কারনে এখন তিনি ফ্রি-এজেন্টে পরিনত হয়েছেন বলে জানিয়েছে  প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২০১৯ সাল থেকে ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বার্কলি। কিন্তু এবারের মৌসুমে চেলসি বস থমাস টাচেলের অধীনে তার আর খেলা হচ্ছেনা। গত মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয়টি ছিল চেলসির জার্সি গায়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সর্বশেষ ম্যাচ। ঐ ম্যাচে ৯০ মিনিটে তিনি জয়সূচক গোলটি করেছিলেন।
এক বিবৃতিতে চেলসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্যারিয়ারের বাকি সময়টার জন্য আমরা তাকে শুভকামনা জানাচ্ছি।’
চেলসি ছাড়াও ধারে তিনি এ্যাস্টন ভিলা ও এভারটনে খেলেছেন। প্রিমিয়ার লিগে সর্বমোট ২৩২ ম্যাচে তার রয়েছে ২৯টি গোল ও ২৮টি এসিস্ট। মাত্র ১৭ বছর বয়সে এভারটনের জার্সি গায়ে তার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। কিন্তু চেলসিতে আসার পর তিনি নিজের যোগ্যতার যথেষ্ট প্রমান দেন। গত ১৪ মে লিভারপুলের বিপক্ষে এফএ কাপের ফাইনালে শেষভাগে বদলী হিসেবে বার্কলি মাঠে নেমেছিলেন। ওয়েম্বলির ম্যাচটিতে পেনাল্টিতে পরাজিত হয় ব্লুজরা।


More News Of This Category