,

কারখানার মালিকানা দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ

“আলমাস হোসেন”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) :

সাভারের বিরুলিয়ায় সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড নামের একটি সুতার কারখানায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।

বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমমুমারি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তা সূত্রে জানা যায়, কুমমুমারি এলাকার সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড কারখানার মালিক সিদ্দিকুর রহমান প্রবাসে থেকে কারখানা পরিচালনার দায়িত্ব দেয় তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল আনিসকে। দায়িত্ব পেয়ে আনিস কারখানার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি মালিক ছিদ্দিকুর রহমান জানতে পেরে তার বন্ধুর নিকট কারখানার আয় ও ব্যয়ের হিসাব চান। আয় ও ব্যয়ের তথ্য পর্যালোচনা করে দেখা যায়- আনিস বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। পরে মালিক পক্ষ তাকে কারখানার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, আনিস সাহেবকে কারখানা থেকে বের করে দেওয়ার পর থেকে তিনি বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি করে। গত তিন দিন যাবত এ ঘটনায় বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মণ্ডল কারখানায় আনাগোনা করে। বুধবার বিকেলে হঠাৎ একদল দুর্বৃত্ত কারখানার ভিতরে প্রবেশ করে গোলাগুলি শুরু করে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ রিপনকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেলে ভর্তি করা হয়। বাকি দুইজনকে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫টি শটগান ও ৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদার হোসেন বলেন, কারখানায় গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৫টি শটগান ও ৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে গ্রেফতারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


More News Of This Category