,

গাজীপুরের কাশিমপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

বিল্লাল হোসেন সাজু”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) ঃ

গাজীপুরের কাশিমপুরে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়। কাশিমপুর ফুটবল খেলার মাঠে বুধবার (৩১ আগস্ট) ৪ ঘটিকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মীর মোঃ আসাদুজ্জামান তুলার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডল।
প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গাজীপুর মহানগর আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, মোঃ রেজাউল করিম গাজীপুর মহানগর আওয়ামী সহ- সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী কার্যকরি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কাসিমপুর ইউপি আওয়ামী মোঃ আনোয়ার হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী সদস্য মীর মোঃ আসাদুজ্জামান তুলা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইজউদ্দিন মোল্লা, ১নং ওয়ার্ডের আওয়ামী কার্যনির্বাহী সদস্য সাবেক কাউন্সিলর মোঃ আব্দুস সালাম আহম্মেদ আব্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী কার্যনির্বাহী সদস্য তাঁতীলীগ একাংশ গাজীপুর জেলা সভাপতি নুরুজ্জামান চিশতী, মহিলা আওয়ামী সভাপতি মনোয়ারা বেগম।

এ সময় প্রধান আলোচক বক্তব্যে বলেন, বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল জিয়াউর রহমান। শেখ মুজিবকে হত্যা করতে পেরেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি, জীবিত শেখ মুজিব থেকে মৃত শেখ মুজিব অনেক শক্তিশালী। বি,এন,পি সরকার ২০০৪ সালের ২১ আগস্ট পাকিস্থান থেকে যুদ্ধে ব্যাবহৃত শক্তিশালী ১৩ টি গ্রেনেড ছুড়ে প্রধানমন্ত্রী সহ তার নেতাকর্মীদের হত্যার চেষ্টা করে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ শওকত ইমরান মোল্লা কাসিমপুর থানা আওয়ামী নেতা, ১নং ওয়ার্ড ছাএলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুমন মন্ডল,কাশিমপুর থানা ছাএলীগ সভাপতি পদপার্থী ইমরানুল ইসলাম সুমন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।
অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।


More News Of This Category