,

মুক্তাগাছায় সমাজ সেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫ ভিক্ষুক পেলেন টোং দোকান

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) :

ভিক্ষা নয় কর্মই সাফল্য ও সম্মানের পেশা
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপজেলার পাঁচটি ভিক্ষুক পরিবারের মাঝে একটি করে টোং দোকান ও দোকানের যাবতীয় মালামাল সামগ্রী বিতরণের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলায় পুনর্বাসিত ৫টি ভিক্ষুক পরিবার হচ্ছে- তারাটি ইউনিয়নের মৃত মহর উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন। পৌর শহরের মনিরাম বাড়ির মৃত শওকত আলীর মেয়ে মোছা. সুফিয়া আক্তার।
খেরুয়াজানী ইউপির মৃত জহুর উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী। কাশেমপুর ইউপির মৃত ইসব আলীর ছেলে মোখলেছুর রহমান ও খেরুয়াজানী ইউপির হরিপুর দেওলী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সোহরাব আলী।

প্রতিদিনের মত মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো বয়সের বার্ধক্যে উপনীত ও নিঃস্ব পরিবারের হালধরা পাঁচজন ভিক্ষুক। এমন পরিবার খুঁজে বের করতে উপজেলা সমাজসেবা বিভাগকে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা সমাজসেবা অফিসার অসীম কুমার সরকার সরেজমিন গিয়ে উপকারভোগী ভিক্ষুকদের তালিকাভুক্ত করে যাচাই বাছাইয়ের মাধ্যমে এ পাঁচ পরিবারকে চূড়ান্তভাবে বাছাই করেন তিনি। যা উপজেলা প্রশাসনের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উপজেলার খামারের বাজার বুধবার দুপুরে পাঁচ পরিবারের মাঝে টোং দোকান ও দোকানের যাবতীয় মালামাল বিতরণ করা হয়।
আর জীবনে ভিক্ষা না করার প্রতিশ্রুতি দিয়ে টোং দোকান পেয়ে খুব খুশি হন মো. হেলাল উদ্দিন । এমন বিনা ক্যাশে কর্মসংস্থানের
সুযোগ পেয়ে স্বস্তির হাসি ফুটে উঠেছে সুফিয়া আক্তার, মোহাম্মদ আলী, মোখলেছুর রহমান ও সোহরাব আলীর মুখেও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আরব আলী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসীম কুমার, তারাটি ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আরিফ রাব্বানী, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান আতিক প্রমুখ।


More News Of This Category