শরীয়তপুর প্রতিনিধি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : শরীয়তপুরের নড়িয়ায় বঙ্গবন্ধু সৈনিকলীগের জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) বিকালে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নড়িয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দবির সিকদারের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক রফিক মাঝি, নড়িয়া পৌরসভার সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ।