কুমিল্লা (দক্ষিণ), (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিএনজি স্ট্যান্ডে আজ বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্তি টাকা রাখায় ১৫ জন সিএনজি চালককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বাসসকে বলেন, উপজেলার বিভিন্ন সড়কের কিছু অসাধু সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। খবর পেয়ে উপজেলা সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করি। এসময় ধার্যকৃত, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়ার ভাড়া ৫০ টাকার স্থলে অতিরিক্ত ভাড়া রাখায় ১৫ জন সিএনজি চালককে ২ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়কারী চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দন্ডিত সিএনজি চালকেরা হলেন, খুরশিদ আলম (৫০), রুহুল আমিন (২৪), ইউসুফ আলী (৬১), মনির মিয়া (৩২), মাহবুব আলম (২৭), মিজানুর রহমান (২২), আলাউদ্দিন (২৪), মোঃ শাওন (২৮), আব্দুর রব (২৮), মোঃ শুক্কুর আলী (২৪), মোঃ শাহাদাত (২৮), মোঃ ইমাম (২৭), মোঃ ইকবাল হোসেন (৩০), মোঃ দেলোয়ার হোসেন (২২), মোঃ ফয়সাল (৩২) তাদের প্রত্যেককে দুই হাজার করে জরিমানা করা হয়।