নয়া দিল্লি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী মৌসুমের জন্য পাঞ্জাব কিংসের নতুন কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হবেন বেলিস।
আইপিএলের সর্বশেষ তিন আসরে কুম্বলের অধীনে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় পাঞ্জাব।
শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই নয়, আইপিএলের কোচ হিসেবে বেশে অভিজ্ঞতাসম্পন্ন বেলিস। ২০১৯ ওয়ানডে বিশ^কাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ ছিলেন বেলিস। তার অধীনে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জয় করে কোলকাতা নাইট রাইডাস। সআইপিএলে ২০২০ ও ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের প্রধান কোচ ছিলেন বেলিস।
সংবাদ সংস্থা পিটিআইকে বেলিসের অর্ন্তভুক্তি নিয়ে দলটির এক মুখপাত্র বলেন, ‘বেলিসের সাথে এগিয়ে যাবার সিদ্বান্ত নিয়েছে দল, যে কি-না এক্ষেত্রে সেরাদের একজন, এমন প্রমাণিত রেকর্ডও রয়েছে। টিম কর্তৃপক্ষের প্রত্যাশা তার নির্দেশনায় শিরোপা জিতবে দল।’
বর্তমানে ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেটে লন্ডন স্পিরিট দলের কোচিং করাচ্ছেন বেলিস। পাঞ্চাবের ষষ্ঠ কোচ হবেন তিনি। তার আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-১৬), বিরেন্দার শেবাগ (২০১৭), ব্রাড হগ (২০১৮), মাইক হেসন (২০১৯) ও ২০২০ সালে পাঞ্জাবের কোচ হয়েছিলেন কুম্বলে।
আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দু’বার প্লে-অফ খেলেছে দলটি। ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে ফাইনাল খেললেও, কোলকাতার কাছে হার মানে তারা।