,

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে যায় ৬ টি রুম

বিল্লাল হোসেন সাজু”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪. কম) :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় শনিবার দুপুরে একটি বাসা বাড়ীতে আগুন লেগে ৬টি রুম পুরে যায়। ফায়ার সার্ভিস আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার আন্দারমানিক এলাকায় শনিবার দুপুরে সাংবাদিক মোঃ হারিজ উজ্জামান হারিজের একটি বাসা বাড়ীতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের
সূত্র পাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশে পাশের রুমে। খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নিভাতে চেষ্টা করলে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা
চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আগুনে পুড়ে যায় ওই বাড়ীর ৬টি রুম।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর
সাইফুল ইসলাম জানান,ওই বাড়ীতে আগুন লেগে পুড়ে ৬টি রুম। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ এখনও অনুমান করা যায়নি তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


More News Of This Category